মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৫:৪৩ অপরাহ্ন

কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় ৬ বছরের শিশুর মৃত্যু

জাফলং নিউজ ডেস্ক / ২০৪ শেয়ার
আপডেট : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১, ৫:৫২ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি ::

মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় ৬ বছরের শিশু মৃত্যুবরণ করেছে। তার নাম রাজ। সে শিবির রোডের অগ্রদুত চাইল্ড কেয়ার হোমের ১ম শ্রেণীর ছাত্র ছিল। 

রোববার(১৯ সেপ্টেম্বরে) বিকেলে কুলাউড়া থেকে ফেঞ্চুগঞ্জ তার পিসির বাড়ী যাওয়ার পথে এ মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়।

নিহত শিশুর দাদা নিখিল বর্ধন জানান, কুলাউড়া গ্রাম নিবাসী রিপন বর্ধনের ছেলে নিরব বর্ধন রাজ (৬) গত রোববার বিকেলে বাড়ী থেকে তার পিসিসহ ৫জন সিএনজি গাড়ীযোগে ফেঞ্চুগঞ্জ যাওয়ার পথে ভাটেরার মুমিনছড়া চা-বাগান এলাকায় যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।সিএনজি গাড়ীর যাত্রী শিশু রাজ গুরুতর আহত হয়,এছাড়া অন্যান্যরাও কমবেশী আহত হন। পরে আহতদের স্থানীয়ভাবে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শিশু রাজ, তার ফুফু ও চালকসহ ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু রাজ সোমবার ২০ সেপ্টেম্বর সকালে মৃত্যুবরণ করে।পরে সিলেট হাসপাতাল থেকে রাজের লাশ কুলাউড়ায় তার বাড়ীতে নিয়ে আসার পর সোমবার ২০ সেপ্টেম্বর বিকেলে তার সৎকার কাজ সম্পন্ন করা হয়।

জাফলং নিউজ/ডেস্ক/শুভ


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com