শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০২:৩৫ পূর্বাহ্ন

লাইভে এসে ‘হুমকি’ দিলেন সাব্বির

অনলাইন ডেক্স / ২৭০ শেয়ার
আপডেট : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২, ৬:৪৩ অপরাহ্ন

সাব্বির রহমান বিশ্বকাপ দলে জায়গা পেয়েও বাদ পড়েছেন । বাংলাদেশ দলের সঙ্গে নিউজিল্যান্ডে গেলেও অস্ট্রেলিয়ায় যাওয়ার সুযোগ পাননি। কারণ, নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে আশানুরূপ পারফরম্যান্স না করায় তাকে বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়া হয় এবং নিউজিল্যান্ড থেকেই দেশে ফেরত আসতে হয়েছে ।

দেশে ফেরার পর আজ রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে আসেন সাব্বির। লাইভে এসে তিনি তার বিরুদ্ধে নেতিবাচক নিউজ করা একটি প্রথম সারির পত্রিকাকে দেখে নেওয়ার হুমকি দেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলেন। পাশাপাশি তিনি এও বলেন, টিকটক করে অন্যায় কিছু করেননি। তিনি টিকটক করেন ফানের জন্য, মজা করার জন্য, রিফ্রেশমেন্টের জন্য।

লাইভে সাব্বির রহমান বলেন, ‘আমার ব্যক্তিগত জীবন আছে। হ্যাঁ, আমি টিকটক করেছি মজা করার জন্য। আমি টিকটক করে অন্যায় কিছু করিনি। দেশের বিরুদ্ধে কিছু তো করিনি। কিন্তু সাংবাদিক ভাইয়েরা এটা এমনভাবে তুলে ধরেছেন, যেন আমি অনেক বড় অন্যায় করেছি। কিন্তু আমারও পরিবার আছে। তারা অনেক সময় বুঝতে পারে না নিউজটা আসলে পজিটিভ নাকি নেগেটিভ দিকে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি, সাংবাদিক ভাইয়েরা এটা নিয়ে যেভাবে নিউজ করেছেন তা গ্রহণযোগ্য না। কারণ. এটা আলাদা একটা চ্যাপ্টার। এটা আমি শুধু মজার জন্য করেছি। একটু রিফ্রেশমেন্টের জন্য। এটা যেভাবে তুলে ধরা হয়েছে, আমি লজ্জিত হয়েছি। আমার মতে, দেশও লজ্জায় পড়ে যাচ্ছে। আমার পরিবার এসব নিউজে কষ্ট পায়। আমি দেশের জন্য খেলছি। আমার একটা সম্মান তো আছে। কেউ এটা নিয়ে নেগেটিভ নিউজ করলে মানসম্মান হানি হতে পারে। সাংবাদিকদের বলবো, এসব নিউজ নিয়ে বিরত থাকুন।’

আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে তিনি বলেন, ‘দেশে অনেক নিউজ আছে, যে নিউজ করলে কাজে লাগবে। দেশের উন্নতির জন্য। আমি যে বিশ্বকাপ থেকে বাদ পড়েছি, আমার কোনো আক্ষেপ নাই। ঢাকা প্রিমিয়ার লিগে ভালো খেলেছি। এজন্য কিন্তু আমাকে এশিয়া কাপ, ত্রিদেশীয় সিরিজে সুযোগ পেয়েছিলাম। কিন্তু কাজে লাগাতে পারিনি। ভালো না করলে তো সুযোগ পেতাম না। আমার পেশাদার জীবন নিয়ে কথা বলেন। কিন্তু আমার ব্যক্তিগত জীবন নিয়ে বলবেন না। আমার ব্যক্তি স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করার কারণে আমি অবশ্যই ব্যবস্থা নেবো।’


আরও পড়ুন