মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৯:৫১ অপরাহ্ন

সুখবর দিলেন জয়া আহসান

জাফলং নিউজ ডেস্ক / ১৩৩ শেয়ার
আপডেট : শনিবার, ১৩ মে, ২০২৩, ৯:২৮ পূর্বাহ্ন

বিজয়া, বিসর্জন -এর পর এইবার ‘অর্ধাঙ্গিনী’। অনেক দিন থেকেই শোনা যাচ্ছিল কৌশিকের সঙ্গে জুটি বাঁধছেন জয়া আহসান। ২০১৯ সালে শুরু হয়েছিল ছবির শুটিং। অবশেষে মুক্তির তারিখ জানালেন জয়া নিজেই।

এই ছবির মধ্য দিয়ে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ করলেন জয়া আহসান। শুক্রবার প্রকাশ্যে এসেছে এই ছবির ট্রেলার।

মূলত দুই নারীর জীবনের গল্প জানাবে ‘অর্ধাঙ্গিনী’। যেখানে জয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ নারী চরিত্রে থাকছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়। বিভিন্ন  ঘটনাচক্রে বদলে যাওয়া পরিস্থিতিতে কীভাবে এক সুতায় বাঁধা পড়বে দুই নারীর জীবন, তাই নিয়েই অর্ধাঙ্গিনীর গল্প।

ছবিতে চূর্ণী বা জয়ার বিপরীতে দেখা যাবে কৌশিক সেনকে। এর আগেই কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি ‘শূন্য এ বুকে’- তে দেখা গিয়েছিল কৌশিক সেনকে। আবারো একবার মুখ্য চরিত্রে পাওয়া যাবে এই পাওয়ারফুল অভিনেতাকে।

এতে চূর্ণী ও জয়ার পাশাপাশি রয়েছেন অম্বরীশ ভট্টাচার্য ও পূরব শীল আচার্য। ২০১৯ সালে দুর্গাপূজোর পর শুরু হয়েছিল এই ছবির শুটিং। মাঝে পেরিয়ে গেছে কয়েক বছর। ২ জুন মুক্তি পাবে ‘অর্ধাঙ্গিনী’।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com