শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৬:০৮ পূর্বাহ্ন

পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

কুলাউড়া(মৌলভীবাজার) প্রতিনিধি :: / ২৬৫ শেয়ার
আপডেট : রবিবার, ১০ জুলাই, ২০২২, ৭:১৪ অপরাহ্ন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বিজলী গ্রামে পুকুরে ডুবে রুহিত মল্লিক (১২) ও পর্ব মল্লিক (৭) নামের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। 


১০ জুলাই (রবিবার) এ ঘটনাটি ঘটে। রুহিত পৃথিমপাশা ইউনিয়নের আলী আমজদ উচ্চবিদ্যালয় ও কলেজে ষষ্ঠ শ্রেণিতে এবং পর্ব মল্লিক সদপাশা প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণির ছাত্র ছিলো। দুই শিশু একই গ্রামের বাসিন্দা রিংকু মল্লিক ও সুরভি মল্লিক দম্পতির সন্তান।


স্থানীয়দের কাছ থেকে জানা যায়, গ্রামের বাড়িতে তাঁরা পাকার ঘর নির্মাণ করছেন। ছুটি থাকায় আজ বিকেলে দুই সন্তানকে নিয়ে তাঁরা কাজ দেখতে যান। এ সময় রিংকু বাড়িতে খনন করা পুকুরের পাড়ে গাছের চারা রোপণ করছিলেন। সুরভি অন্য কাজে করছিলেন। বেস কিছু সময় তাদেরকে খোঁজে পাওয়ায় এতে স্বজনদের সন্দেহ হয়। অনেক খোজাখুজির পর সন্ধ্যা ছয়টার দিকে পুকুরে তাদের লাশের সন্ধান পাওয়া যায়, লাশ উদ্ধারের সময় একজনের হাত আরেকজনের হাতে ধরা ছিল। স্থানীয়রা মনে করছেন একজন পুকুরে নেমে কিংবা পড়ে গেলে  তাকে রক্ষা করতে গিয়ে দুজনেই ডুবে যায়। 


ইউপি চেয়ারম্যান বলেন, ঈদের দিনে এমন মর্মান্তিক এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  

জাফলং নিউজ/ডেস্ক/এস


আরও পড়ুন