মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন

প্রতীকে উৎসব মূখর শ্রীমঙ্গলের নির্বাচনী মাঠ

জাফলং নিউজ ডেস্ক / ২১৬ শেয়ার
আপডেট : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১, ১১:৪১ পূর্বাহ্ন

প্রতীকে উৎসব মূখর শ্রীমঙ্গলের নির্বাচনী মাঠ


শ্রীমঙ্গল প্রতিনিধি::

নির্বাচনী প্রতীক পেলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ উপ- নির্বাচনের চার প্রার্থী। সোমবার দুপুরে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী ভানু লাল রায়কে “নৌকা” জাতীয় পাঠির মনোনিত প্রার্থীকে মিজানুর রব কে “লাঙ্গল” প্রেম সাগর হাজরাকে আনারস ও আফজল হককে “ঘোড়া” প্রতীক বরাদ্দ দেয়া হয়।

সোমবার ২০ সেপ্টেম্বর সকালে প্রতীক বরাদ্দের জন্য প্রার্থীদের ডাকা হলে প্রেম সাগর হাজরা ও আফজল হক “আনারস” প্রতীক দাবী করেন।
উপজেলা নির্বাচন অফিসার “তপন জ্যোতি অসীম” জানান, দুইজনে একই মার্কা দাবী করলে তিনি তাদের সমোজতার প্রস্তাব দেন।কিন্তু তারা সমোজতায় না গিয়ে লটারীর মাধ্যমে প্রতীক বাছাইয়ে মত প্রকাশ করেন। লটারি হলে লটারীতে প্রেম সাগর হাজরা আনারস প্রতীক পান।

পরে আফজল হক তার ২য় পছন্দ ঘোড়া প্রতীক বেচে নেন। এদিকে প্রতীক পেয়েই প্রার্থীরা বের হয়ে যান নির্বাচনী প্রচারনায়।

এ দিকে প্রচারণার মূখর হয় শ্রীমঙ্গলের শহর থেকে গ্রাম গঞ্জ। শ্রীমঙ্গল সবুজবাগ এলাকার লিটন ধাম, ছোটন রায় ও উত্তরশূর এলাকার সুদীপদাশ ও আওয়ামীলগ নেতা আবু তোয়াহিদ আকাশ জানান, প্রতীক বরাদ্দের পর পরই প্রার্থী দের মাইকিংএ মুখর তাদের এলাকা।
এ নির্বাচনকে সামনে রেখে তাদের এলাকায় এখন সব মূখর পরিবেশ বিরাজ করছে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com