মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ০১:১৫ পূর্বাহ্ন

আওয়ামীলীগের প্রার্থী “গোপাল দত্তকে” বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা

জাফলং নিউজ ডেস্ক / ২১০ শেয়ার
আপডেট : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১, ৬:৫৩ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার::

উপনির্বাচনে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের আওয়ামী লীগের প্রার্থী ডা. প্রাণ গোপাল দত্তকে বিজয়ী ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।আজ (সোমবার, ২০ সেপ্টেম্বর) সকালে রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার ওই বিজ্ঞপ্তি জারি করেন।

রিটার্নিং কর্মকর্তা মো. দুলাল তালুকদার বলেন, ১৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। এতে জাতীয় পার্টি ও ন্যাপের প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে, প্রার্থী হিসেবে আওয়ামী লীগের প্রাণ গোপাল দত্তই ছিলেন।এ অবস্থায় একক প্রার্থী হিসেবে তাঁর নাম চূড়ান্ত করা হয়। যেহেতু একজন প্রার্থী, তাই আর মার্কা দেওয়ার কোনো বিধান নেই। এ অবস্থায় প্রাণ গোপাল দত্তকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এরপর গেজেট প্রকাশ করার জন্য নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হবে।

উল্লেখ্য,গত ৩০ জুলাই কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে আওয়ামী লীগের সাংসদ মো. আলী আশরাফ মারা যান। তখন আসনটি শূন্য হয়।

জাফলং নিউজ/ স্টাফ রিপোর্টার


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com