বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৩৯ অপরাহ্ন

শীতের সবজি কিনতে দিশেহারা

জাফলং নিউজ ডেস্ক / ২১০ শেয়ার
আপডেট : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১, ৯:৫৭ পূর্বাহ্ন

শুভ::

মহামারী করোনার কারণে মানুষের আয় কমে গেছে অনেক, তার ওপর নিত্যপ্রয়জনীয় পণ্যের চড়া দামে দিশেহারা হচ্ছেন নিম্নবিত্তরা।
বাংলাদেশের প্রায় সব জায়গায় শীতের আগাম সবজি উঠতে শুরু করেছে। এসব পণ্যের মধ্যে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ১৪০-১৫০ টাকায়। পাতাকপি ৬০, মুলা ৫০, ধনেপাতা ৪০০ টাকা কেজিতে ও লাউ প্রতিটি ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া প্রতি কেজি পটোল, করলা, ঝিঙে ৪০, পেঁপে ২০, বরবটি, কচুর লতি ৫০-৬০, বেগুন ৪০ ও কাঁচা মরিচ ৮০ টাকায় কিনতে হচ্ছে ক্রেতাদের।

মঙ্গলবার,২১ সেপ্টেম্বর মৌলভীবাজার শহরে গিয়ে দেখা যায়, শিমুলতা বাজার থেকে রনি কুমার দাশ এসেছেন সবজি কিনতে তার সাথে কথা বলে জানা যায়, বাজারে শীতের সবজি এখন কম পাওয়া যাচ্ছে, যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো চড়া দামে বিক্রি হচ্ছে। অপেক্ষায় আছি দাম কমার।ক্রেতা অপু পাল বলেন, শীতের সবজির দাম শুনে শীতের সবজি না নিয়েই ফিরে যাচ্ছেন। 

বিক্রেতারা জানিয়েছেন, এক সপ্তাহ আগে এসব সবজি গড়ে ১০ টাকা কম দামে বিক্রি হয়েছে।
একজন সবজি বিক্রেতা বলেন, এখন নতুন সবজি বাজারে আসতে শুরু করেছে।  উৎপাদন বাড়লে দাম আস্তে আস্তে কমবে।

জাফলং নিউজ/ডেস্ক/শুভ 


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com