শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৩:৫১ অপরাহ্ন

অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান

জাফলং নিউজ ডেস্ক / ১৬৬ শেয়ার
আপডেট : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১, ৬:২৩ অপরাহ্ন

অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান


নাহিদুর রহমান:: জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট  নাহিদ আহসানের নির্দেশনায় অদ্য ২৩শে সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকা থেকে সন্ধ্যা ৭ ঘটিকা পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ও ভূণবীর ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলন,পরিবহন ও মজুদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে অভিযান  পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে বালু উত্তোলনের সাথে জড়িত ব্যক্তিদের ঐসব স্থানসমূহে পাওয়া না গেলেও  স্থানসমূহে ০৬টি শেলো মেশিন ও বালু উত্তোলনের অন্যান্য সরঞ্জাম ও যন্ত্রপাতি পাওয়া যায়। যা  পরবর্তীতে জব্দ করা হয় এবং ধ্বংস করা হয়। একইসাথে অবৈধভাবে উত্তোলিত প্রায় ১,৬২,১৯৮ ঘনফুট বালু জব্দ করা হয়।  জব্দকৃত বালু উন্মুক্তভাবে নিলামের মাধ্যমে বিক্রি করে লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হবে৷ 

জব্দকৃত শেলো মেশিন ও বালু উত্তোলনের অন্যান্য যন্ত্রপাতি ও সরঞ্জাম আলামত হিসেবে ব্যবহারকরে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে। 

বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে পরিচালিত এ অভিযানে  নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি), শ্রীমঙ্গল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নেছার উদ্দিন ও জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার। এ সময় সঙ্গীয় ফোর্স হিসেবে জেলা পুলিশের একটি দল সহযোগিতা প্রদান করে৷ 


আরও পড়ুন