শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৪২ অপরাহ্ন

রাজনগরে একদিনে করোনা টিকা পেল ৬৪০০ জন

জাফলং নিউজ ডেস্ক / ১৯০ শেয়ার
আপডেট : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১, ৫:৪৩ অপরাহ্ন

রাজনগরে একদিনে করোনা টিকা পেল ৬৪০০ জন

নাহিদুর রহমান :: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজনগর উপজেলায় একদিনে ৬ হাজার ৪০০  মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২৮সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন টিকা কেন্দ্রে দিনব্যাপী টিকা প্রদান করা হয়।

সরেজমিনে বিভিন্ন টিকা কেন্দ্রে গিয়ে দেখা যায়, সবাই স্বাস্থ্যবিধী মেনে টিকা গ্রহণ করেছেন এবং টিকা নিতে পেরে খুশির অনুভূতি প্রকাশ করেন। 

রাজনগর উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান বলেন, প্রতি কেন্দ্রে ৮০০ জনকে টিকা প্রদান করা হয়। সকাল থেকে সবাই স্বাস্থ্য বিধি মেনে টিকা নিতে আসছে। 

রাজনগর উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা পিয়াঙ্কা পাল বলেন, আমি রাজনগর সদর, পাঁচগাঁও, মুনসুরনগর ইউনিয়ন পরিদর্শন করেছি। সাধারণ জনগণের মধ্যে টিকা নেওয়ার আকাঙ্খা অনেক।

রাজনগর উপজেলা স্বাস্থ্য মা ও শিশু  কর্মকর্তা ডাঃ বর্ণালী দাশ বলেন, রাজনগর উপজেলার মা ও শিশু ইউনিট সকল কেন্দ্রে গিয়ে জনসাধারণকে টিকা প্রদান করছে। কোনো কেন্দ্র থেকে এখন কোনো অভিযোগ আসে নি। 

রাজনগরের সদর ইউনিয়নের চেয়ারম্যানের পাশাপাশি ওয়ার্ড সদস্য ও আলোর দিশারি যুব সংঘ সামাজিক সংগঠন রাজনগরের জনসাধারণকে টিকা পেতে একযোগে একসাথে কাজ করেছে।

জাফলং নিউজ/ডেস্ক


আরও পড়ুন