বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৪০ অপরাহ্ন

ধান ক্ষেতে মানুষখেকো বৈদ্যুতিক তার!

জাফলং নিউজ ডেস্ক / ১৯৭ শেয়ার
আপডেট : শনিবার, ২ অক্টোবর, ২০২১, ৩:০৮ অপরাহ্ন

ধান ক্ষেতে মানুষখেকো বৈদ্যুতিক তার!

কুলাউড়া প্রতিনিধি::

কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ০২ অক্টোবর শনিবার আবাছ মিয়া (৩৭) নামক এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি সাতরা গ্রামের মৃত উসমান মিয়ার ছোট ছেলে। ৩ ভাইদের মধ্যে তিনি ছোট ছিলেন। 

স্থানীয় বাসিন্দা বেলাল আহমেদ জানান, নিহত আবাছ মিয়া শনিবার দুপুরে ঘাস কাটতে যান ক্ষেতে , ঘাস রেখে আবার সেই ধান ক্ষেতে সার ছিটাতে যান। এসময় ধানক্ষেতে ছিড়ে পড়া বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে মারা যান। 

এদিকে বিকেল আনুমানিক ৪ ঘটিকার সময় স্থানীয় বিদ্যুৎকর্মী গোপাল দেব নাথ বৈদ্যুতিক লাইনে মেরামত কাজ করতে গেলে আবাস মিয়ার লাশ পড়ে থাকতে দেখেন। তিনি বিষয়টি নিহতের পরিবার ও স্থানীয় লোকজনদের জানান। স্থানীয় লোকজনের সহায়তায় পরিবারের লোকজন লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, আজ রাত ১১ টায় জানাযা শেষে দাফন করা হবে। 

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

জাফলং নিউজ/ডেস্ক/শুভ


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com