বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১:২৭ অপরাহ্ন

সিলেটে হঠাৎ ভূমিকম্প

জাফলং নিউজ ডেস্ক / ২১১ শেয়ার
আপডেট : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১, ৬:৩৭ অপরাহ্ন

সিলেটে হঠাৎ ভূমিকম্প

এইমাত্র পাওয়া::
সবে মাত্র সিলেটে বড় ধরনের ভূমিকম্প অনুভূত হলো। কেঁপে উঠেছে সিলেট। শুক্রবার (৮ অক্টোবর) মধ্যরাত ১২টা ৩০ মিনিটে এক দফায় ভূমিকম্প অনুভূত হয়। সিলেট সহ রাজধানী ঢাকা ও চট্টগ্রামে হঠাৎ ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে ভূমিকম্পের উৎপত্তিস্থল বা মাত্রা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ভূমিকম্পের স্থায়িত্ব ছিল আনুমানিক ৩০ সেকেন্ড। ভূমিকম্পের সময় বেশ কয়েকটি বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে সড়কে নেমে আসেন। অনেক বাড়িতে ঘুমন্ত শিশুরা কান্না শুরু করেদেয়।
রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। এর উৎপত্তিস্থল মিয়ানমারের মনিওয়া নামক এলাকা থেকে ৪৬.১ কিলোমিটার পূর্ব- দক্ষিণ-পূর্বে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ভূপৃষ্ঠ থেকে ১১৪ কিলোমিটার গভীরে এ কম্পনের সৃষ্টি হয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তরের (ইউএসজিএস) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com