ডেস্ক নিউজ::
আচমকা দলে ডাক পেলেন রুবেল হোসেন। দলের সঙ্গে ওমান গিয়েছিলেন রিজার্ভ খেলোয়াড় হিসেবে। ছিলেন না শুক্রবারের অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচেও। তবু খানিক চমক হিসেবেই বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়ে গেলেন ডানহাতি পেসার রুবেল হোসেন।
শনিবার রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, বিশ্বকাপ স্কোয়াডের ১৬তম সদস্য হিসেবে নেয়া হয়েছে রুবেলকে। জাতীয় দলের নির্বাচক কমিটির সিদ্ধান্তেই স্কোয়াডে যোগ করা হয়েছে রুবেলকে।
জাফলং নিউজ/ডেস্ক