মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০৯:৫৭ পূর্বাহ্ন

জৈন্তাপুরে বাসের চাপায় নিহত এক

জাফলং নিউজ ডেস্ক / ১৮৪ শেয়ার
আপডেট : সোমবার, ১১ অক্টোবর, ২০২১, ১১:১৬ অপরাহ্ন

জৈন্তাপুরে বাসের চাপায় নিহত এক


নিউজ ডেস্ক :: জৈন্তাপুর উপজেলায় সিলেট-তামাবিল মহাসড়কের আসামপাড়া ব্রিজ এলাকায় দ্রুতগামী বাসের চাপায় এক মানসিক রোগী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক বাসযাত্রী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় জাফলং থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি বাস (সিলেট-জ-১১-২৩২৭) সিলেট-তামাবিল মহাসড়কের আসামপাড়া এলাকায় পথচারী মানসিক রোগীকে চাপা দেয়। স্থানীয়রা ওই মানসিক রোগীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

এ দুর্ঘটনায় এক বাসযাত্রী আহত হয়েছেন। তিনি জৈন্তাপুর উপজেলার ১ নম্বর লক্ষীপুর গ্রামের আব্দুস ছামাদের ছেলে দোলোয়ার হোসেন (৩২)।

দুর্ঘটনার পর স্থানীয় জনতা বাসটি আটক করে রাখেন। পরে খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার পুলিশ বাসটি তাদের হেফাজতে নেয়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগির আহমদ বলেন, আমরা বাসটি আটক করেছি। নিহতের সুরতহাল তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জাফলং নিউজ/ডেস্ক/এস


আরও পড়ুন