শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৫:৪৭ অপরাহ্ন

কুলাউড়ায় পূজামণ্ডপ ও মন্দির ভাঙচুরের ঘটনায় আটক এক

জাফলং নিউজ ডেস্ক / ১৫৮ শেয়ার
আপডেট : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১, ৬:৪০ পূর্বাহ্ন

কুলাউড়ায় পূজামণ্ডপ, মন্দির ভাঙচুরের ঘটনায় আটক এক

ডেস্ক নিউজ:: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে পূজামণ্ডপ, মন্দির ভাঙচুরের ঘটনায় পাঁচশতাধিক ব্যাক্তিকে অভিযুক্ত করে থানায় ৩টি পৃথক মামলা হয়েছে। এতে ৩ মন্দিরের পার্শ্ববর্তী ১০ গ্রামের মানুষের মধ্যে গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় ফজলু মিয়া নামক এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার কর্মধা ইউনিয়নে গত ১৩ অক্টোবর বুধবার রাতে কুমিল্লায় কোরআন অবমাননার ঘটনায় বিক্ষুব্ধ মানুষ নলডরি পূজামন্ডপ, আছগরাবাদ চা বাগান পুজামন্ডপ ও রাজানগর চা বাগান পুজামন্ডপে হামলা ও ভাঙচুর চালায়। এঘটনায় কুলাউড়া থানায় পৃথক ৩টি মামলা দায়ের করা হয়।

এ ব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় মামলার সত্যতা নিশ্চিত করে জানান, হামলার সাথে জড়িত থাকার অভিযোগে পূর্বফটিগুলি গ্রামের ফজলু মিয়া নামক এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অভিযুক্ত অন্যান্যদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে।

জাফলং নিউজ/ডেস্ক/এস 


আরও পড়ুন