সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৩:২১ পূর্বাহ্ন

করোনাভাইরাসে সিলেট বিভাগে মোট মৃতের সংখ্যা ১ হাজার ১৭৩

জাফলং নিউজ ডেস্ক / ১৯৪ শেয়ার
আপডেট : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১, ১:০৯ অপরাহ্ন

করোনাভাইরাসে সিলেট বিভাগে মোট মৃতের সংখ্যা ১ হাজার ১৭৩

ডেস্ক নিউজ::সিলেট বিভাগে গত চব্বিশ ঘণ্টায় একজন রোগী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার ( ২৩ অক্টোবর ) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিমাংশু লাল রায় স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে আরও ৭ জনের। যাদের নিয়ে বিভাগে মোট শনাক্তের সংখ্যা ৫৪ হাজার ৮০৭ জন। আর এ সময়ে নতুন করে একজন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। যাদের নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা ১ হাজার ১৭৩।

প্রতিবেদন থেকে জানা যায়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ৭৫৮ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭ জনের শরীরে ধরা পড়ে করোনাভাইরাস। এই ৭ জনের সকলেই সিলেটের অধিবাসী। বিভাগে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা ৫৪ হাজার ৮০৭ জনের মধ্যে সিলেট জেলায় ৩৩ হাজার ৭৬৪ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২৪৪ জন, হবিগঞ্জে ৬ হাজার ৬৪৮ জন ও মৌলভীবাজারে ৮ হাজার ১৫১ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেটে ২৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ১৭ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে ২ জন সুনামগঞ্জ ও ৭ জন মৌলভীবাজার জেলার। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিভাগে মারা গেলেন ১ হাজার ১৮০ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৯৭৮ জন, সুনামগঞ্জে ৭৩ জন, হবিগঞ্জে ৪৮ জন এবং মৌলভীবাজার জেলায় ৭২ জন মারা গেছেন।

জাফলং নিউজ/ডেস্ক/এস


আরও পড়ুন