রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ১০:২৯ পূর্বাহ্ন

মৌলভীবাজারে গনপ্রকৌশল দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাফলং নিউজ ডেস্ক / ২০৭ শেয়ার
আপডেট : সোমবার, ৮ নভেম্বর, ২০২১, ৪:১৬ অপরাহ্ন

 

মৌলভীবাজারে গনপ্রকৌশল দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কামরান আহমদ, এমপিআই প্রতিনিধি ::

“সম্প্রীতির সমৃদ্ধ জাতি গঠনে আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলিয়ান শিক্ষা” প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে গনপ্রকৌশল দিবস ২০২১ ও ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার(৮ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার শহরে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। পরে পৌরসভার হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় আইডিইবির আহবায়ক কমিটির জেলা সভাপতি প্রকৌশলী কামরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আইডিইবি পেশাজীবি সংগ্রাম পরিষদের সভাপতি রনধির রায়, আইডিইবি পেশাজীবি পরিষদের সদস্য সচিব রেদওয়ান উল্লাহ, মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর ইমতিয়াজ আহমেদ চৌধুরী, শিক্ষার্থী জসীম উদ্দীন প্রমূখ।

সভায় বক্তারা বলেন, আমাদের সংগঠনের অনেক মুক্তিযোদ্ধা আছে যারা একাত্তরের যুদ্ধে সাংগঠনিকভাবে ঝাপিয়ে পড়েছিলো। বাংলাদেশের স্বাধীনতার পূর্বেই এই সংগঠনের জন্ম। প্রতিটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দেশপ্রেমিক। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়ে কুচক্রী মহল ষড়যন্ত্রে লিপ্ত। জাতির জনক বঙ্গবন্ধুর হাতে গড়া একমাত্র পেশাজীবি সংগঠন আইডিইবি। বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত আইডিইবি তাদের অধিকার আদায়ের আন্দোলনে নামতে পিছবা হবেনা।

বাংলাদেশে এখনো ৯ লক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছে৷ সবাই যদি মাঠে নামে তাহলে ষড়যন্ত্রকারীদের অস্তিত্ব এই বাংলায় থাকবেনা ইন শা আল্লাহ। জাতির পিতা এতো নির্যাতন সহ্য করেও কাউকে একটা গালি দেন নাই। আইডিইবিও জাতির পিতার আদর্শে বলিয়ান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কারিগরি শিক্ষার স্তম্ব হচ্ছে ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ৷ দেশের ৮৫ ভাগ কাজ ডিপ্লোমা ইঞ্জিনিয়াররাই করে।

বক্তারা আরোও বলেন, এই দেশ এগিয়ে যাচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ধারা এজন্য এর পিছনে একদল কুচক্রী মহল লেগে আছে৷ তারা চায়না দেশ এগিয়ে যাক। এই সংগ্রাম পাকিস্তান আমল থেকেই শুরু হয়েছিলো। দীর্ঘ সংগ্রাম করে আমরা আজ এই পর্যায়ে এসেছি। ষড়যন্ত্রকারীরা শুধু আইডিইবির ক্ষতি করছেনা, ক্ষতি করছে পুরো দেশের। তারা দেশের জন্য কাজ করেনা, নিজের জন্য করে।

সভাপতির বক্তব্যে প্রকৌশলী কামরুজ্জামান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আইডিইবির সম্মানিত সদস্য৷ আইইবির ২০২১ সালের গেজেটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে ইঞ্জিনিয়ার স্বীকৃতি দেয়া হয়নি। এরকম হলে আমরা ঘরে বসে থাকবো না। অধিকার আদায়ের আন্দোলনে সবাই মাঠে নামবো। 

জাফলং নিউজ/ডেস্ক


আরও পড়ুন