হতচ্ছাড়া
নহিদুর রহমান
বাবা তোমায় মনে পড়ে
সকাল,সন্ধ্যা, রাএি
তুমি ছাড়া আমি যেন
আঁধার পথের যাএী।
তুমি ছিলে স্বপ্ন আমার
আলোর দিশারী,
তোমার স্নেহে শৈশব আমার
তুমিই কান্ডারী।
কৈশোর,যৌবন সব কালে যে
ছিলে তুমিই আশা
তোমার স্মৃতি মানসপটে
তুমিই ভালো বাসা।
সেই তুমি পরপারে
আমি হলাম একা,
তোমার ছবি ভাসে চোখে
পাই যে স্বপ্নে দেখা।
বাবা তুমি দূর আকাশে
শুধুই সন্ধ্যাতারা।
তোমার পানে আছি বসে
তোমারই হতচ্ছাড়া।
জাফলং নিউজ/ডেস্ক