শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬:৪৪ পূর্বাহ্ন

জৈন্তাপুরের ৫ ইউপিতে চলছে প্রার্থীদের সর্বশেষ সভা সমাবেশ

জাফলং নিউজ ডেস্ক / ১৬৯ শেয়ার
আপডেট : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১, ৮:০৪ পূর্বাহ্ন

জৈন্তাপুরের ৫ ইউপিতে চলছে প্রার্থীদের শেষ সভা সমাবেশ

জৈন্তাপুর প্রতিনিধি::

জৈন্তাপুরে ৫ ইউপি নির্বাচন ২৮ নভেম্বর । নির্বাচনকে ঘিরে ৫ ইউপি জুড়ে বিরামহীন প্রচার প্রচারণায় দিন পার করছেন চেয়ারম্যান প্রার্থী ও সমর্থকরা। 

শুক্রবার (২৬ শে নভেম্বর) সরেজমিনে উপজেলার ২নং জৈন্তাপুর  ইউপি ঘুরে দেখা যায় চেয়ারম্যান প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আব্দুর রাজ্জাক রাজা জৈন্তাপুর ইউপির ৪নং বাংলা বাজারে পথসভা ডাকেন।

এ বিশাল পথসভায় শত শত ভোটারদের উপস্থিতিতে সভা করেন তিনি। নির্বাচনকে সফল করতে এবং নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করতে প্রচারণায় যোগ দেন জেলা ও মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দরা।

তার মধ্যে জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নাছির উদ্দিন খান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নিজাম উদ্দিন পিপি, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মাহফুজ উদ্দিন, জেলা আওয়ামীলীগের সদস্য জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম লিয়াকত আলী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা নৌকার পক্ষে সভা-সমাবেশে বক্তব্য দিচ্ছেন। 

অপরদিকে স্বতন্ত্রপ্রার্থীরা সমান তালে নিজেদের ভোট যুদ্ধে জোরালো ভাবে প্রচার প্রচারণা, লিফলেট, পোস্টার বিতরণ সহ গ্রামে গ্রামে ভোটারদের কাছে নিজেদের পক্ষে ভোট চেয়ে যাচ্ছেন। সন্ধ্যা নেমে আসলেই পাড়া মহল্লায় সমাবেশ পথসভা করছেন প্রার্থীরা। ভোটাররা উৎসাহ উদ্দীপনা নিয়ে এসব পথসভা ও সমাবেশে যোগ দিচ্ছেন। দিন যত ঘনিয়ে আসছে প্রার্থীদের বিরামহীন প্রচারণা ততই বেড়েই চলছে। 

উপজেলার ৫টি ইউপিতে শান্তিপূর্ণ ভাবে প্রার্থীরা নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন। এখনও পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

শতাদিক ভোটারদের সাথে কথা বললে তারা আশা প্রকাশ করে জানান, জৈন্তাপুর উপজেলা নির্বাচন নিয়ে এখন পর্যন্ত দলীয় প্রভাব খাটানো কিংবা কোন প্রর্থী সমর্থকদের মধ্যে হানা-হানির ঘটনা ঘটেনি, আর ঘটবেও না। আমরা আশাবাদী অতীতেরমত জৈন্তাপুর উপজেলায় শান্তিপূর্ন ভাবে ভোটারদের উপস্থিতিতে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।


আরও পড়ুন