শুক্রবার, ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০২ পূর্বাহ্ন

রাত পোহালেই কুলাউড়ায় ইউপি নির্বাচন

জাফলং নিউজ ডেস্ক / ১৮৯ শেয়ার
আপডেট : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১, ৮:০১ পূর্বাহ্ন

রাত পোহালেই কুলাউড়ায় ইউপি নির্বাচন

কুলাউড়া প্রতিনিধি ::

দেশিব্যাপী চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে কুলাউড়া উপজেলার ১৩ ইউনিয়নে নির্বাচন হচ্ছে আগামীকাল ২৮ নভেম্বর।

আগামীকাল রোববার সকাল ৮টা থেকে এসব ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা অবধি চলবে।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে, এসব ইউনিয়নে শুক্রবার দিনগত মধ্যরাত ১২টা থেকে সব ধরনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা বন্ধ হয়ে গেছে। কাউকে প্রচারণায় পেলে ব্যবস্থা গ্রহণ করবেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে ভোটের দিন ২৮ নভেম্বর (রোববার) সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানো হবে বলে  জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. আহসান ইকবাল।

জাফলং নিউজ/ডেস্ক/শুভ


আরও পড়ুন