রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৮:০৪ অপরাহ্ন

ব্রাহ্মণবাজার ইউপি নির্বাচনে সাইস্তা মিয়ার বিশাল জয়

জাফলং নিউজ ডেস্ক / ১৯৫ শেয়ার
আপডেট : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১, ৪:০৮ অপরাহ্ন

ব্রাহ্মণবাজার ইউপি নির্বাচনে সাইস্তা মিয়ার বিশাল জয়।

কুলাউড়া প্রতিনিধি:: গত ২৮ নভেম্বর (রবিবার) দেশের ৩য় দফায় অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নে, ৭নং ওয়ার্ডের মেস্বার পদে সিলিং ফ্যান প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়ী হয়েছেন সাইস্তা মিয়া। 

তিনি সমাজ সেবক হিসেবে নির্বাচনে বিজয়ী হওয়ায় এলাকায় ব্যাপক আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।

৭নং ওয়ার্ডের একাধিক ভোটারদের সাথে কথা বলে জানা যায়, মোঃ সাইস্তা মিয়া নির্বাচিত হওয়ার পূর্বে থেকে এলাকার উন্নয়নমূলক কাজ সহ বিভিন্ন রকম সমাজ সেবামূলক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন।  এছাড়াও সকল প্রকার দুর্নীতির বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদ করেছেন।

নব-নির্বাচিত এই মেম্বার বলেন, আমার বাবা আগে এই ওয়ার্ডের মেম্বার ছিলেন এখন জনগণ আমাকে তাদের সেবা করার সুযোগ দিয়েছে, আশা করি সবার জন্যে ভালো কিছু করে দেখাতে পারবো। 

উল্লেখ্য, উক্ত নির্বাচনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে সর্বোচ্চ (৪৮১) ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছেন। তার নিকটতম  প্রতিদ্বন্দ্বি মোঃ কামাল হোসেন আপেল প্রতীক নিয়ে ৩৭৭ ভোট পান। 

জয়ের বিষয়ে তিনি পুরো ওয়ার্ডবাসির প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা মূলক ওয়ার্ড বিনির্মানের জন্য অঙ্গীকার করেছেন।

জাফলং নিউজ/ডেস্ক/শুভ


আরও পড়ুন