বুধবার, ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৯ অপরাহ্ন

রাজনগরে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

রাজনগর প্রতিনিধি:: / ২২০ শেয়ার
আপডেট : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১, ১২:২৪ পূর্বাহ্ন

মৌলভীবাজারের রাজনগরে ‘ডিজিটাল বাংলাদশর অর্জন, উপকৃত সকল জনগণ’ এই প্রতিপাদ্য নিয়ে পঞ্চমবারের মতো রবিবার (১২ ডিসেম্বর) উদযাপিত হয়ছে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১।

দিবসটি উপলক্ষে দুপুর ১২টার দিকে উপজলা প্রশাসনের আয়োজনে ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও বিভিন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরুষ্কার  বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা পালের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠান বক্তব্য রাখেন  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর রাজনগর উপজেলার কার্যালয়ের সহকারী প্রোগ্রামার মো. জাহাঙ্গীর আলম, রাজনগর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজওয়ানুল হক পিপুল, রাজনগর প্রসক্লাবর যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসন, পাঁচগাঁও ইউনিয়নের হিসাব সহকারী সৈয়দ কয়স আলী, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আহমদ প্রমুখ।

পরিশেষে, ডিজিটাল বাংলাদশ দিবস উপলক্ষে আয়াজিত চিত্রাংকন, কবিতা আবত্তি ও বক্তৃতা প্রতিযাগিতায় বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেওয়া হয়।

জাফলং নিউজ/ডেস্ক 


আরও পড়ুন