শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০১:৫৫ অপরাহ্ন

রাজনগরে ব্যালট পেপার আসতে দেরি!

মৌলভীবাজার প্রতিনিধি ::  / ২০৫ শেয়ার
আপডেট : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১, ৮:৫১ পূর্বাহ্ন

মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের ইটা চা বাগান বেসরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রায় আধা ঘন্টা দেরিতে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও শুরু হয়েছে সাড়ে ৮টায়। এ নিয়ে সাধারণ ভোটার ও প্রার্থীদের এজেন্টরা হট্টগোল করেন। পরে বিজিবি সদস্যরা গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত এ কেন্দ্রে ভোট গ্রহণ চলছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভোরে রাজনগর উপজেলার ৮টি ইউনিয়নের ৭৭টি ভোটকেন্দ্রে ব্যালট পাঠানো হয়। কিন্তু ইটা চা বাগান বেসরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ব্যালট উদনা চা বাগান বেসরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চলে যায়। এদিকে ভোট গ্রহনে দেরি হওয়ায় সাধারণ ভোটার ও প্রার্থীর পোলিং এজেন্টরা হট্টগোল শুরু করেন। পরে ঘটনাস্থলে বিজিবির একটি টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আব্দুল লতিফ রিটার্নিং কর্মকর্তাকে জানালে উদনা চা বাগান কেন্দ্র থেকে ইটা চা বাগান বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পাঠানো হয়। পরে সাড়ে ৮ টায় ভোট গ্রহণ শুরু হয়।

রাজনগরে ব্যালট পেপার আসতে দেরি!

ইটা চা বাগান বেসরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আব্দুল লতিফ জানান, ভুলক্রমে আমার কেন্দ্রের ব্যালট উদনা চা

বাগান কেন্দ্রে চলে যায়। পরে বিষয়টি সুরাহা হয়েছে। একটু দেরিতে ভোট শুরু হলেও বিকাল ৪টার মধ্যে যারা লাইনে দাঁড়াবেন তাদেরকে ভোট দেয়ার সুযোগ দেয়া হবে।

রাজনগরে ব্যালট পেপার আসতে দেরি!

উল্লেখ্য, দেশের ৮৩৮ টি ইউনিয়ন পরিষদে (ইউপি) আজ রোববার (২৬ ডিসেম্বর) চলছে চতুর্থধাপের নির্বাচন। এর মধ্যে ৩৮ টি ইউপিতে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ আজ বিকেল ৪টা পর্যন্ত চলবে।


আরও পড়ুন