রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৯:২২ অপরাহ্ন

রাজনগরে নব নির্বাচিত ইউপি সদস্যদের শপথ অনুষ্ঠিত।

রাজনগর প্রতিনিধি :: / ১৯১ শেয়ার
আপডেট : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২, ৩:২৭ অপরাহ্ন

 মৌলভীবাজারের রাজনগর উপজেলায় চতুর্থ দাফের ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিজয়ী ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়েছে।

সোমবার (০৪জানুয়ারি) বিকেলে রাজনগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াঙ্কা পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান।

এছাড়া উপস্থিত ছিলেন রাজনগর উপজেলার রাজনগর সদর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান জুবায়ের চৌধুরী, মুন্সিবাজার ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান রাহেল হোসেন, টেংরা ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান টিপু খান, ফতেহপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান নকুল চন্দ্র, প্রমুখ।

চতুর্থ দাফের ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ সালের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এতে সাধারণ সদস্য ও মহিলা সদস্য আসেন প্রতিদন্ধি ছিলেন ৩৭২ জন। এ থেকে ৯৬ জন জনগণের ভোটে নির্বাচিত হোন।

প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান খান বলেন জনগণ আপনাদেরকে ভোটের মাধ্যমে তাদের অভিভাবক মানিয়েছ। আপনারা নিষ্ঠার সাথে আপনাদের দ্বায়িত্ব পালন করবেন। রাজনগর উপজেলা থেকে আপনারা  সব ধরনের সহযোগিতা পাবেন।

রাজনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াঙ্কা পাল। “শপথ বাক্যে সদস্যরা ন্যায়,ও জনগণের স্বার্থ বিনষ্ট না করার ওয়াদা করেন “।

জাফলং নিউজ/ডেস্ক 


আরও পড়ুন