জকিগঞ্জ উপজেলার আটগ্রামস্থ লতিফিয়া ইসলামিক আইডিয়াল একাডেমিতে আমেরিকা প্রবাসী ও জাকির হোসেন চৌধুরী শিক্ষা ট্রাস্ট্রের প্রতিষ্ঠাতা জাকির হোসেন চৌধুরীর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা ও বিজ্ঞানাগার উদ্বোধনী অনুষ্ঠান যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
১৩ জানুয়ারি (বৃ্হস্পতিবার) দুপুর ১২ ঘটিকায় আব্দুল মালেক আনিসের সভাপতিত্বে ও আহমদ আল মনজুরের সঞ্চালনায় অনুষ্ঠানে তিলাওয়াত করেন,মোহাম্মদ সাইফুল্লাহ।শিক্ষার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মো.আবীর আল নাহিয়ান ও নাহিদা পারভীন।মানপত্র পাঠ করেন,আহমদ হাসান সায়েম।অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন,সংবর্ধিত অতিথি জাকির হোসেন চৌধুরী মুরাদ, মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক,মাষ্টার সাব্বির আহমদ,এয়ারপোর্ট হাইস্কুলের শিক্ষক সালেহ আহমদ চৌধুরী রুমেল,আটগ্রাম বাসস্টেশন বাজারের ব্যবসায়ী,আব্দুল মালেক আনিস,আটগ্রাম আমজদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুস সবুর,সাংবাদিক কে. এম মামুন,প্রমুখ।
বক্তৃতায় বক্তারা প্রতিষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আটগ্রাম বাজারের ব্যবসায়ী খালেদ মাহমুদ চৌধুরী, ইছামতি ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি,আবুল কাহের মাসুদ তালুকদার,মানবসেবা ফাউন্ডেশন জকিগঞ্জ’র সদস্য,কামরুল ইসলাম,হাবীব আল-আতিফ(মিলাদ),আব্দুল আলীম তখন,আব্দুল করিম,যুবনেতা জাবেদ ইকবাল, মাওলানা কবির আহমদ, আহমদ আল নাহিদ প্রমুখ।শিক্ষকদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,প্রিন্সিপাল ইয়াহইয়া আহমদ চৌধুরী,নাজমুল আলম চৌধুরী,ইমরান হোসেন,শিমুল চন্দ্র চন্দ,আব্দুল মুকিত,সালেহ তালুকদার,আহমদ আল মনজুর,আব্দুল আহাদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,আহমদ হাসান ছায়েম,জাবের আহমদ,মিজানুর রহমান কামরান,রবিউল হোসেন হৃদয়,শুয়াইবুর রহমান,কাওসার হোসেন,আহমদ আল মায়রুফ,সুজন আহমদ,রাহি আহমদ,তানজিল আলম ফেরদৌস, ফাহিম আহমদ,মিরাজ হোসেন মাহিন,আব্দুল্লাহ আল মারজান, আহমদ আল মারজান, মাহিন আহমদ,আবু বক্কর তুহা,তুহিন আহমদ,নাহিদা পারভিন,আয়শা সিদ্দিকা বুশরা,তাজমিলা জামিল তাপাদার আন্নি,তাহমিনা,সাবিনা বেগম,আরশি আক্তার তাহুরা,লাভলি আক্তার, মারজানা আক্তার, তাহুরা আক্তার, সানজিদা আক্তার ইমা,মাহমুদা জান্নাত সাবিনা,সামিয়া আক্তার, ছাঈমা জান্নাত নাবিলা,তাছনুবা আক্তার কলি,মাহিমা আক্তার, শামিমা আক্তার প্রমুখ।
অথিতিরা ফিতা কেটে বিজ্ঞানাগার উদ্বোধন ও পরিদর্শন করেন এবং দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
জাফলং নিউজ/ডেস্ক