বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন

চা-বাগানের শ্রমিক ‘কুলি’ জেলা প্রশাসক প্রশ্নে!

স্টাফ রিপোর্টার:: / ২২৭ শেয়ার
আপডেট : শুক্রবার, ৪ মার্চ, ২০২২, ১০:০৯ পূর্বাহ্ন

আজ জেলা প্রশাসক কার্যালয় মৌলভীবাজারে ক্রেডিট চেকিং কাম সহকারী পোস্টের একটি প্রশ্নে চা বাগানের শ্রমিকদের ‘কুলি’ বলে  সমন্ধন করা হয়েছে। 

পরীক্ষার প্রশ্নপত্রে চা শ্রমিককে ‘কুলি’ বলার খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে  প্রতিবাদ জানিয়ে পোস্ট করছেন  চা শ্রমিকদের সন্তানেরা।পরীক্ষায় অংশ নেওয়া একাধিক  চা শ্রমিকের সন্তান সূত্রে জানা যায়, প্রশ্নপত্রে ইংরেজিতে অনুবাদ এসেছে ‘শ্রীমঙ্গলকে চায়ের রাজধানী বলা হয়। শ্রীমঙ্গলে ৯২টি চা বাগান রয়েছে। শ্রীমঙ্গলের চা খুব উপাদেয়। কুলিরা হাত দিয়ে চা পাতা সংগ্রহ করে। প্রক্রিয়াজাত চা পাতা থেকে চা উৎপন্ন হয়।’ এসময় তারা প্রশ্নপত্রে চা শ্রমিকদের কুলি বলায় তীব্র নিন্দা জানান। এ সময় তারা আরো বলেন, চা বাগানে কাজের অভাব। অনেক কষ্ট করে দৈনিক ১২০ টাকা মজুরির চা শ্রমিক বাবা-মা পড়ালেখা করিয়েছেন। বড় কষ্টে প্রস্তুতি নিয়েছিলাম এই অভাবের গেড়াকলে। ভালো মন নিয়ে পরীক্ষা দিতে গিয়েছিলাম। কিন্তু প্রশ্নপত্র দেখে মনটাই খারাপ হয়ে গেল।’

 

এরই মধ্যে সমালোচনার ঝড় শুরু হয়েছে। চা শ্রমিক নেতা মহন রবিদাস এর তীব্র নিন্দা জানিয়েছেন। সর্বস্তরের চা শ্রমিকরা এর বিচার দাবি করছেন।  

 
জাফলং নিউজ/ডেস্ক 


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com