মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযথ মর্যাদার মধ্যে দিয়ে পালন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিব বর্ষের বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এবার উদযাপিত হচ্ছে দিনটি।
সকাল ১০টায় উপজেলা পরিষদ ভবনে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। বেলা আড়াইটায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি র্যালি বের হয়ে বঙ্গবন্ধু মোড়ালে গিয়ে শেষ হয়।
এছাড়াও, এই দিবসকে কেন্দ্র করে কুলাউড়া পৌর বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে ফ্রী চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফজলুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেণু, অতিরিক্ত পুলিশ সুপার, কুলাউড়া সার্কেল জনাব সাদেক কাউসার দস্তগীর, অফিসার ইনচার্জ জনাব বিনয় ভূষন রায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ আমিনুল ইসলাম এবং থানার অফিসার, ফোর্স সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে, বঙ্গবন্ধুর শততম জন্মদিন থেকে শুরু হয় মুজিববর্ষ। যা এবছরের ৩১ মার্চ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
জাফলং নিউজ/ডেস্ক/শুভ