সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৭ অপরাহ্ন

লতিফিয়ার যুগপূর্তি অনুষ্ঠান সম্পন্ন

মো.আবীর আল নাহিয়ান,জকিগঞ্জ :: / ১৯৩ শেয়ার
আপডেট : রবিবার, ২৭ মার্চ, ২০২২, ৩:৪০ পূর্বাহ্ন

জকিগঞ্জ উপজেলার আটগ্রামস্থ লতিফিয়া ইসলামিক আইডিয়াল একাডেমিতে একযুগপূর্তি উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।


শনিবার (২৬ শে মার্চ) বিদ্যালয় সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রিন্সিপাল মাওলানা ইয়াহইয়া আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও হোসাইন আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,জকিগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাব্বির আহমদ,ইছামতি দারুল উলুম কামিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আব্দুল লতিফ শামীম,কাড়াবাল্লাহ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক এনামুল হক,আল ইসলাহ নেতা মাওলানা হারুনুর রশীদ,আটগ্রাম স্টেশন বাজার ব্যাবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মাহতাব উদ্দীন,বিরশ্রী ইউনিয়নের বিবাহ রেজিস্ট্রার আব্দুল হাসিব,খালেদ মাহমুদ,আমীন আলি,বিপ্লব পাল,মৃণাল কান্ত দাস,শিব্বির আহমদ,প্রমুখ।

এসময় বক্তারা বলেন ❝শুধু এ+ পেলেই হবে না নৈতিক শিক্ষায়  শিক্ষিত হতে হবে, তবে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব হবে❞। 


অনুষ্ঠানে কিশোর জাকোয়ান চৌধুরী আবিস্কৃত এস্কোভেটর প্রদর্শন করা হয়।


ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যায় তিলাওয়াত করেন ক্বারী আহমদ আল মায়রুফ,নাশিদ পরিবেশন করেন আহমদ আল মনজুর,ইসলামী সাংস্কৃতিক সংগঠন রিসালার নির্বাহী সদস্য রিয়াদুর রহমান চৌধুরী,সুজন আহমদ,আহমদ আল মকসুদ,কাওসার হোসেন,মিজানুর রহমান কামরান সহ স্থানীয় শিল্পীবৃন্দ।কবিতা আবৃত্তি করেন মো.আবীর আল নাহিয়ান,আহমদ হাসান সায়েম।শিক্ষণীয় নাটিকা পরিবেশন করে আবাবীল সাংস্কৃতিক দল।


অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন,নাজমুল আলম চৌধুরী,ইমরান হোসেন,শিমুল চন্দ্র চন্দ,ফারহানা হক,রিমা রানি দাস,আব্দুল মুকিত। এ ছাড়াও উপস্থিত ছিলেন,আরাফাত হোসেন,জাবের আহমদ,রবিউল হোসেন হৃদয়,তাহেরুল আলম,শফিউল ইসলাম জিদান,কাজী লাবেক হোসেন সানি,রাজু আহমদ,নাহিদা পারভীন,আয়েশা সিদ্দিকা বুশরা,তাবাস্সুম আক্তার চৌধুরী,মাদিহা তাসনীম,সাইফা আক্তার রুনি,মাহিরা তাসনীম,মুশফিকা আক্তার সাদিয়া,সাবিনা আক্তার প্রমুখ।

 

 জাফলং নিউজ/ডেস্ক


আরও পড়ুন