রবিবার, ২১ এপ্রিল ২০২৪, ০৭:২২ পূর্বাহ্ন

কমলগঞ্জে মনু দলই ভ্যালী কর্তৃক চা শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

জাফলং নিউজ ডেস্ক / ১৬৫ শেয়ার
আপডেট : শুক্রবার, ২০ মে, ২০২২, ১১:০৭ পূর্বাহ্ন

 

কমলগঞ্জে মনু দলই ভ্যালী কর্তৃক চা শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত।

পিন্টু দেবনাথ,  কমলগঞ্জ (মৌলভীবাজার) 

রাষ্ট্রীয় সরকারি ছুটি আজ, শ্রম আইন সংশোধন,  শিক্ষিত চা শ্রমিক সন্তানদের চাকুরী, চা শ্রমিকদেরকে ভূমির অধিকার ও শ্রম আইন রাষ্ট্রীয় ভাবে সংশোধন সহ কয়েক দফা দাবী নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে ” চা শ্রমিক দিবস ” উপলক্ষে চা শ্রমিক সমাবেশ ও আলেচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২০ মে বিকালে কমলগঞ্জের জেলা পরিষদ মাল্টিপারপাস অডিটোরিয়ামে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু দলই ভ্যালীর  কার্যকরী পরিষদের আয়োজনে ভ্যালীর সভাপতি ইউপি সদস্য ধনা বাউরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো. রফিকুর রহমান।  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, মাধবপুর ইউপি চেয়ারম্যান মো. আসিদ আলী।  

চা শ্রমিক নেতা সজল কৈরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মনু দলই ভ্যালী কার্যকরী পরিষদের সম্পাদক নির্মল দাস পাইনকা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভ্যালীর সহসভাপতি গায়ত্রী রাজভর, চা মজদুর সম্পাদক সীতারাম বীন,  শুভ্র কুমার যাদব প্রমুখ

এসময় মনু দলই কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জাফলং নিউজ/ডেস্ক


আরও পড়ুন