শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০১:৪২ পূর্বাহ্ন

কমলগঞ্জের পতনঊষারে সিএনজি চালক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

জাফলং নিউজ ডেস্ক / ২১২ শেয়ার
আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২, ১২:৫০ অপরাহ্ন

কমলগঞ্জের পতনঊষারে সিএনজি চালক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

পিন্টু দেবনাথ::

মৌলভীবাজারের কমলগঞ্জের পতনঊষারে সিএনজি চালাক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) মৌলভীবাজার সিএনজি সমিতি ২৩৫৯ এর অন্তর্ভুক্ত শহীদনগর বাজার সিএনজি চালক সমিতির এ নির্বাচন অনুষ্ঠিত হয়। 

পতনঊষার ইউনিয়নের জনমিলন কেন্দ্রে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলে। 

এতে ১০৮ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে বাদশা মিয়া ৪৭ ভোট ও সাধারণ সম্পাদক কবির হাসান ৫৩ ভোট পেয়ে বিজয়ী হন। এছাড়া সহসভাপতি পদে ফুল মিয়া, সহ সাধারণ সম্পাদক পদে পারভেজ আহমদ, সাংগঠনিক সম্পাদক পদে শাহীন আহমেদ  ও কোষাধ্যক্ষ পদে তৌরিদ খান সাহেদ বিজয়ী হন।

ভোট গননা শেষে বৃহস্পতিবার বিকেল ৪টায় শহীদনগর সিএনজি চালক সমিতির ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার আবুল বশর জিল্লুল, প্রিজাইডিং অফিসার শওকত আলী, সহকারী প্রিজাইডিং অফিসার টিপুল আলী ও পোলিং অফিসার রফি হাসান চৌধুরী।

জাফলং নিউজ/ডেস্ক/এস


আরও পড়ুন