শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৫ অপরাহ্ন

জৈন্তাপুরের প্রবীণ আ’লীগ নেতা বাবুলের ইন্তেকাল: জানাজা সম্পন্ন

ডেস্ক রিপোর্টারঃ / ১৮৯ শেয়ার
আপডেট : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২, ৮:১৭ পূর্বাহ্ন

জৈন্তাপুর  উপজেলা সদর নিজপাট চৌরিহাটি মহল্লার বাসিন্দা জৈন্তিয়া ১৭পরগনা সালিশ সমন্বয় কমিটির অন্যতম  সালিশ ব্যক্তিত্ব নিজপাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান বাবুল  ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি– রাজিউন)।

গত ২৪ ডিসেম্বর শনিবার ভোর রাত সাড়ে ৪টার দিকে  হৃদযন্ত্রের ক্রিয়া বন্দ হয়ে তিনি চৌরিহাটিস্থ নিজ বাড়ি ইন্তেকাল করেন।  তারঁ আকস্মিক মৃত্যুতে এই সংবাদ পেয়ে চৌরিহাটির বাড়িতে ছুটে যান এলাকার ছোট বড় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।  মৃতুকালে তারঁ বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী-এক পুত্র,দুই কন্যা সন্তান নাতি-নাতনী,বড় ভাই, ভাতিজা-ভাতিজী সহ অসংখ্য আত্মীয় স্বজন ও  রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।  শনিবার বাদ আছর জৈন্তাপুর রাজবাড়ি খেলার মাঠে মরহুম আতাউর রহমান বাবুলের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এসময় মরহুমের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন,নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ইন্তাজ আলী,জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম,দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাহার,চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, তামাবিল চুনা পাথর, পাথর ও কয়লা আমদানীকারক গ্রুপের সহ-সভাপতি মো: জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক ও সিলেট চেম্বার অব কমার্সের  পরিচালক সরোয়ার হোসেন সেদু, জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক হাসিনুল হক হুসনু, বিশিষ্ট সমাজসেবী আব্দুল মতিন শাহীন, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, নিজপাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্টার আব্দুল জলিল, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আবুল হাসিম।

পরিবারের পক্ষে সবার নিকট দোয়া চান মরহুমের বড় ভাই লুৎফুর রহমান ও চাচাত ভাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ। এছাড়া মরহুমের জানাজার নামাজে আরও উপস্থিত ছিলেন জৈন্তিয়া ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আব্দুল মৌলা চৌধুরী, উপজেলা জাতীয় পাটির সভাপতি এম ইসমাইল আলী আশিক, বিশিষ্ট সমাজসেবী ফরিদ উদ্দিন আহমদ, জৈন্তাপুর বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল,জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল  ইসলাম,সাবেক সভাপতি  ফয়েজ আহমদ, ব্যবসায়ী মামুন পারভেজ, সমাজসেবী হায়দর আলী। এছাড়াও মরহুমের জানাজার নামাজে সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করেন।  পরে গ্রামের সামাজিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।

এদিকে নিজপাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রবীন সালিশ ব্যক্তিত্ব আতাউর রহমান বাবুলের মৃত্যতে শোক প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি, জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল আহমদ, জৈন্তাপুর উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) গোলাম দস্তগীর আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিক আহমদ,জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম ও  সাধারণ সম্পাদক আবুল হোসেন মো: হানিফ। নেতৃবৃন্দ মরহুম আতাউর রহমান বাবুলের আকষ্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।


আরও পড়ুন