মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১১:১৫ অপরাহ্ন

কুলাউড়ায় চোর-ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

কুলাউড়া(মৌলভীবাজার) প্রতিনিধি / ২১৩ শেয়ার
আপডেট : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩, ৬:১৩ অপরাহ্ন

মৌলভীবাজারের কুলাউড়ায় ছিনতাই, ডাকাত ও মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১ জানুয়ারি) রাতে উপজেলা জয়চণ্ডী ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর সোমবার (২ জানুয়ারি) সকালে তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলো কুলাউড়া পৌরসভার জয়পাশা এলাকার মৃত ইন্তাজ আলীর ছেলে মো. মোস্তাফিজুর রহমান ফুল, একই এলাকার মো. মোশারফ হোসেনের ছেলে আশরাফ হোসেন রনি ও মৃত রমজান আলীর ছেলে ফখরুল ইসলাম।

তাদের মধ্যে ফুল ও রনি ছিনতাই-ডাকাত দলের এবং ফখরুল মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য।

পুলিশ জানায়, রোববার রাতে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সার্বিক দিকনির্দেশনায় ও থানার ওসি মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স জয়চণ্ডীর আছুরীঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করেন।

ওসি মো. আব্দুছ ছালেক বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে কুলাউড়াসহ বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতিসহ গুরুতর বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে। তাদেরকে সোমবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এ ছাড়া শীত মৌসুমে চোর-ডাকাত রুখতে স্বস্ব এলাকার জনপ্রতিনিধিসহ এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন ওসি আব্দুছ ছালেক।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com