বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

মৌলভীবাজার সরকারি কলেজে পিঠাপুলিসহ নানা আয়োজনে হবে বসন্ত বরণ

জাকারিয়া ইমন:: / ৩০৯ শেয়ার
আপডেট : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩, ১০:২১ পূর্বাহ্ন

সময় যত এগুচ্ছে শিমুল গাছের সৌন্দর্য ততো বৃদ্ধি পাচ্ছে। লাল হলুদের মিশ্রণে সুরভিত হচ্ছে প্রকৃতি। কুকিলের সুমধুর ডাক যেন কোন এক অজানা ভালোবাসার গল্পকে কাছে ডাকছে প্রতিনিয়ত।

১৪ ফেব্রুয়ারী বিশ্ব ভালোবাসা দিবস। আর ভালোবাসার এই দিনেই শুরু হচ্ছে বাংলা ঋতুর রাজা বসন্ত। ফুলে ফুলে মুখরিত হবে চারপাশ। তরুণতরুণীরা মেতে উঠবে আনন্দে। আর এই আনদ এবং সৌন্দর্যকে আরও বর্নিল করতে মৌলভীবাজার সরকারি কলেজে আয়োজিত হচ্ছে পিঠা উৎসব। শিক্ষার্থীদের নিজ হাতে তৈরী হওয়া পিঠে গুলো স্টল ভিত্তিক সাজানো হবে ক্যাম্পাসে।

মৌলভীবাজার সরকারি কলেজ কতৃপক্ষ নানা আয়োজনে দিনব্যাপী বসন্ত উৎসব পালন করবে। আগামীকাল সকাল দশ টায় কলেজের প্রশাসনিক ভবনের সামনে মূল অধিবেশনের উদ্বোধন করবেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দেবাশীষ দেবনাথ। তারপরেই থাকছে পহেলা ফাল্গুন উপলক্ষে বসন্তর‌্যালি। যেখানে অংশগ্রহন করবেন সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ। এছাড়াও থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান আবৃত্তি, গান, নৃত্য, ম্যাজিক ও আবহমান বাংলার ঐতিহ্য তুলে ধরার ফ্যাশন-শো  ও বসন্তমেলা। মেলায় থাকবে কলেজের অনার্সের ১৪ টি বিভাগের সৌজন্যে চারু ও কারুকলা, বই ও পিঠার স্টল। সবমিলিয়ে একটি সুন্দর সকালের অপেক্ষায় মৌলভীবাজার সরকারি কলেজ ক্যাম্পাস


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com