সোমবার, ৩১ মার্চ ২০২৫, ০৭:৪৯ পূর্বাহ্ন

কুলাউড়ায় নান্দনিক কারুকার্যের শিব মন্দির উদ্বোধন

কুলাউড়া(মৌলভীবাজার) প্রতিনিধি / ১৮৯ শেয়ার
আপডেট : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩, ৬:৩৬ পূর্বাহ্ন

কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের কালীবাড়িতে নান্দনিক কারুকার্যের শিব মন্দিরের উদ্বোধন করা হয়েছে।

২১ জুন সোমবার সকাল ১১টার দিকে মার্বেল টাইলস এর তৈরি দর্শনীয় এ মন্দির উদ্বোধন করেন মন্দির তৈরীর মূল উদ্যোগকারী শ্রী মহেশ কানু। এর পর সবার জন্য উন্মুক্ত করা হয় এই মন্দিরটি।

মন্দিরের দৈর্ঘ্য ২০ফুট, প্রস্থ ৩০ ফুট এবং উচ্চতা ৫৫ ফুট ও ১ গম্বুজবিশিষ্ট এই মন্দির প্রতিষ্ঠিত ৪ গণ্ডা জায়গায়।

২০২১ সাল থেকে শুরু হয় কর্মযজ্ঞ। ১৫ শ্রমিক মিলে ২ বছর ধরে একটানা কাজ করে গড়ে তুলেছেন মন্দিরের কাঠামো এবং আসাধারণ লাইটিং আর রঙের কাজ করেন আরও ৮ জন শ্রমিক।

মন্দির উদ্বোধন উপলক্ষে আয়োজনের মধ্যে ছিল সুদর্শন চক্র হোম, মন্দির প্রতিষ্ঠা, শিব মূতির প্রাণ প্রতিষ্ঠা,দাতা ও সুশীল সমাজের অংশগ্রহণে বিশেষ আরতি প্রদান।

মন্দির প্রতিষ্ঠাতা মহেশ কানু বলেন দৃষ্টিনন্দন এই মন্দির উদ্বোধন করতে পেরে আমি আনন্দিত ।আমি এই মন্দির তৈরি করে মহত কাজের মানুষের মধ্যে স্মরনীয় হয়ে থাকতে চাই।

 

sg/রবি


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com