শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:৪৩ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে মেছো বিড়াল উদ্ধার।

জাফলং নিউজ ডেস্ক / ১৮১ শেয়ার
আপডেট : রবিবার, ২৬ জুন, ২০২২, ৩:২৪ অপরাহ্ন

বানিয়াচংয়ে মেছো বিড়াল উদ্ধার।

শাহ সুমন বানিয়াচং::  হবিগঞ্জের বানিয়াচং উপজেলার গানপুর থেকে বানের পানিতে ভেসে আসা একটি মেছো বিড়াল উদ্ধার করেছেন হবিগঞ্জ বন বিভাগের লোকজন। রবিবার দুপুর ১২টায় উপজেলার ১৪ নম্বর মুরাদপুর ইউনিয়নের গানপুর গ্রাম থেকে আহত অবস্থায় পূর্ণ বয়স্ক একটি মেছো বিড়াল উদ্ধার করা হয়।

হবিগঞ্জ বনবিভাগ সূত্রে জানা যায়, হবিগঞ্জের বানিয়াচংয়ে বর্তমানে বন্যা চলায় মানুষের পাশাপাশি বিভিন্ন বন্যপ্রাণী আবাসস্থল ও খাদ্য সংকটে পড়েছে। তেমনি উদ্ধারকৃত মেছো বিড়ালটি আবাসস্থল হারিয়ে বানের পানিতে ভেসে গানপুর গ্রামের লাল মিয়ার বাড়িতে উঠেছিলো। মেছো বিড়ালটি আটক করার সময় স্থানীয়দের দ্বারা ডান কানের দিকে ফিকলবিদ্ধ হয়ে আহত হয়েছে।

এ ব্যাপারে হবিগঞ্জ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী বলেন, বানিয়াচংয়ের দূর্গম হাওরে স্থানীয়দের হাতে আটক হওয়া মেছো বিড়ালের খবর পেয়ে পিটিয়ে না মেরে আমাদের হাতে তুলে দেওয়ার জন্য এলাকাবাসীর সাথে যোগাযোগ করে মেছো বিড়ালটিকে রক্ষা করা হয়।পরিপূর্ণ সুস্থ হলে সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।

জাফলং নিউজ/ডেস্ক/এস


আরও পড়ুন