জৈন্তাপুর প্রতিনিধি::
এইমাত্র (বিকাল৩:৫০ মিনিটে) জৈন্তাপুর সীমান্ত ফাঁড়ীতে পাচার ও চুরাচালান সন্দেহে একটি ডিআই ভেন আটক করা হয়েছে।
সরাসরি ঘটনাস্থল থেকে জানা যায়, গাড়িতে ৫টি গরু, চালক সহ গরুর মালিক ( ক্রয় সূত্রে) এবং আরো ২ জন সহ মোট ৪ জন ছিলো।
আটকের সময় সীমান্ত রক্ষিরা সংকেত দিলে তারা চালককে রেখে পালাতে চেষ্টা করে। তবে সীমান্ত রক্ষিরা কাটা যুক্ত রড় রাস্তায় বিছিয়ে তাদের গতিরোদ করে।
গাড়িটি জৈন্তাপর বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়ার পর মালিক ক্রিয়ের রসিদ আছে বলে দাবি করেন। পরে তা সীমান্ত রক্ষিদের কাছে জমা দেন। মালিকের দাবি তিনি এই ৫টি গরু গোয়াইনঘাট থানার রাধানগর বাজার থেকে ক্রয় করে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।
ঘটনার সত্যতা যাচাই চলছে।