জাফলং প্রতিনিধি::
অগ্রণী ব্যাংক লিমিটেড তামাবিল (এডি) শাখার ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মহোদয়ের ১০০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে শাখার আমাদানি ও রপ্তানিকারকদের সাথে আজ শনিবার (২৭ নভেম্বর) তামাবিল চুনাপাথর পাথর ও কয়লা আমদানি কারক গ্রুপ সমিতির নিজস্ব কার্যালয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
তামাবিল (এডি’র) ব্যবস্থাপক মোঃ আশরাফুল আলম এর সঞ্চালনায় উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান আবদুল লতিফ’র সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক জনাব, মোঃ রফিকুল ইসলাম।সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আনোয়ারুল ইসলাম ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (রিকভারি) মোঃ আশেক এলাহী এবং মহাব্যবস্থাপক সিলেট সার্কেল রূবানা পারভীন ।
সিলেট সার্কেল উপ-মহাব্যবস্থাপক মাহমুদ রেজা, উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোর্শেদা আক্তার। সহঃ মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান (মৌলভীবাজার) রাশেদা আহমেদ সপ্না। সহঃ মহাব্যবস্থাপক ও শাখা প্রধান লালদীঘিরপাড় কর্পোঃ শাখা নেহার জ্যেতি পুরকায়স্থ।
বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন তামাবিল চুনাপাথর পাথর ও কয়লা আমদানি কারক গ্রুপের সভাপতি এম এ লিয়াকত আলী। এসময় বক্তারা বলেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্না শেখ হাসিনার সপ্ন, গ্রাম হবে শহর সেই লক্ষ্যেই সকল সুযোগ সুবিধা নিয়ে এগিয়ে যাচ্ছে তামাবিল অগ্রণী ব্যাংক (এডি) শাখা।
এ ছাড়া ব্যবসায়ী ও ব্যাংকের কর্মকরতারা ব্যাংকিং সুযোগ সুবিধা নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন । সকল সুযোগ সুবিধাসহ নতুন ভ্রবনে অগ্রণী ব্যাংক তামাবিল (এডি) শাখার কার্যক্রম চালানোর জন্য কাজ করছে কর্তৃপক্ষ। তা ছাড়া ব্যবসায়ী ও ব্যাংক কর্মকর্তারা তামাবিল শাখা ব্যবস্থাপক আশরাফুল আলমের ভূয়সী প্রশংসার করেন।