শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১০:৫২ অপরাহ্ন

কুলাউড়ায় পরিক্ষামূলক আঙ্গুর চাষে সফল মোশাররফ

জাফলং নিউজ ডেস্ক / ২০৮ শেয়ার
আপডেট : মঙ্গলবার, ৩১ মে, ২০২২, ১০:৪৮ পূর্বাহ্ন

 

কুলাউড়ায় পরিক্ষামূলক আঙ্গুর চাষে সফল মোশাররফ

শুভ গোয়ালা, কুলাউড়া::

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার আদমপুর গ্রামের বাসিন্দা মোশাররফ হোসেন (২৪) তার বাড়ির পাশে খালি জায়গায় সাদা জাতের  আঙ্গুর ফলের ২য় বারের মতো পরিক্ষামূলক চাষ করে সফল হয়েছেন।


সরেজমিনে গিয়ে দেখা যায়, বসত ঘরের এক পাশে খালি জমিতে সাদা জাতের আঙ্গুর ফলের গাছ। গাছের থোকায় থোকায় ঝুলে আছে আঙ্গুর ফল। এক একটি থোকায় প্রায় ১৫০-১৭০গ্রামের মতো ফল ধরেছে, দেখতেও বেশ আকর্ষণীয়। তার চাষাবাদকে সবাই বাহবা দিচ্ছে।

মোশাররফ হোসেন বলেন, প্রচলিত অভিজাত ফলের ভিতর আঙ্গুর অন্যতম। মূলত অত্যন্ত রসালো এই ফল স্বাদের কারণে আমাদের নিকট অধিক প্রিয়। তাছাড়া এই ফল আমাদের স্বাস্থ্যের জন্যও অনেক উপকারী। বাজারে গেলেই ফরমালিন ফল  পাওয়া যায়। সেই কথা মাথায় রেখে আমার এই উদ্যোগ। তবে এই ফল চাষের প্রধান সমস্যা হচ্ছে ফল টক হয়ে যায়।  প্রথমবার ফল বেশি টক ছিল, সেই বছর কৃষি কর্মকর্তার কাছ থেকে কিছু তথ্য পেয়ে এবার অনেকটাই কমেছে।


প্রতিবেশি, চিকিৎসক সঞ্জায় গোয়ালা বলেন, তার আঙ্গুর ফলের চাষাবাদ প্রশংসার দাবিদার। গাছে আঙ্গুর ফল দেখে ভালো লাগছে।

বাণিজ্যিক ভাবে চাষ করার ইচ্ছা আছে কিনা জানতে চাইলে মোশাররফ জানান, ইচ্ছে আছে বাণিজ্যিক ভাবে চাষ করার। যদি সরকার থেকে চাষের পদ্ধতিসহ অনান্য সুযোগ-সুবিধা পাওয়া গেলে করতে সমস্যা হবে না।

এই ব্যাপারে উপজেলার ব্রাক্ষণবাজার ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম বলেন, আঙ্গুর ফল চাষের জন্যে আমার জানামতো তেমন কিছু আসে না সরকার থেকে। তবে কেউ যদি চাষ করে তাহলে যতটুকু সম্ভব আমি তাকে এই ব্যাপারে সাহায্য করবো এবং সরকার থেকে যদি কোন সাহায্য আসে সে পাবে। আর আঙ্গুর ফল দো-আঁশযুক্ত লালমাটি, পাহাড়ের পাললিক মাটি এবং জৈবিক সার সমৃদ্ধ কাঁকর জাতীয় মাটিতে আঙ্গুর চাষ ভাল হয়ে থাকে। ফল টক মাটি ভেদ এবং আবহাওয়ার কারনে হয়ে থাকে। তবে, সঠিক ভাবে চাষে টকের পরিমান কমিয়ে আনা সম্ভব।

অনেকেই মনে করছেন আঙ্গুর ফলের চাষ করে যারা বেকার রয়েছেন তারা বেকারত্ব দূর করতে পারেন। কম খরচে সঠিকভাবে পরিচর্যা করলে ভালো ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। 

জাফলং নিউজ/ডেস্ক/শুভ


আরও পড়ুন