জাফলং প্রতিনিধি::
প্রকৃতি কন্যা জাফলং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর । প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন জাফলংয়ের সৌন্দর্য উপভোগ করতে। এখানে পাহাড় আর নদীর অপূর্ব সম্মিলন বলে এই এলাকা বাংলাদেশের অন্যতম একটি পর্যটনস্থল হিসেবে পরিচিত।
এখন থেকে জাফলংয়ে পর্যটকরা পাবেন বিনামূল্যে ওয়াইফাই ব্যবহারের সুযোগ। পর্যটনস্থলে প্রবেশ করতে দিতে হবে ফি। প্রবেশ ফি জনপ্রতি ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রবেশ ফি দিলে পর্যটকরা নির্ধারিত খরচে ট্যুর গাইড, ফটোগ্রাফার ও নৌকা ভাড়া করতে পারবেন।
বুধবার (২৯ সেপ্টেম্বর) থেকে এই কার্যক্রম শুরু করেছে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন। জেলা পর্যটন উন্নয়ন কমিটির মাধ্যমে উপজেলা প্রশাসন এই কার্যক্রমের তদারকি করছে।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিলুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়াও পুরো জাফলংকে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় নিয়ে আসার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।
জাফলং নিউজ/ডেস্ক/এ কে/শুভ