রবিবার, ২১ এপ্রিল ২০২৪, ০৭:৩০ পূর্বাহ্ন

সিলেটে বৈদ্যুতিক খুঁটি পড়ে মোটরসাইকেল আরোহী আহত

সিলেট প্রতিনিধি:: / ১৫৭ শেয়ার
আপডেট : রবিবার, ৩ এপ্রিল, ২০২২, ৭:১৯ অপরাহ্ন

সিলেটের বন্দরবাজারের মধুবন সুপার মার্কেটের সামনে বৈদ্যুতিক খুঁটি পড়ে ১জন আহত হয়েছেন। 

রবিবার (৩ এপ্রিল) রাত ১১ টার দিকে এই ঘটনা ঘটে।  প্রত্যক্ষদর্শীরা জানান, মধুবন সুপার মার্কেটের সামনে অবস্থিত বৈদ্যুতিক খুঁটির তার একটি লরির সাথে আটকে যায়। যার ফলে খুঁটিটি উপচে পড়ে। এসময় খুঁটিটি উল্টে রাস্তা দিয়ে আগত এক মোটরসাইকেল আরোহীর উপর পড়ে, খুঁটির আঘাতে মোটরসাইকেল আরোহী আহত হোন এবং মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। উপস্থিত জনগণ  আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

এ ঘটনার পর থেকে বন্দরবাজারে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা মনে করেন, রাতে এই রাস্তায় লোকসমাগম কম হওয়ার কারণে দুর্ঘটনার পরিমাণ কম হয়েছে। যদি দিনের বেলা হতো তাহলে, হতাহতের পরিমাণ আরো বেশি হওয়ার সম্ভাবনা ছিল এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো।

অনেকেই কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এই ধরনের দুর্ঘটনা ঘটেছে বলে ক্ষোভ প্রকাশ করেন। অনেকে অভিযোগ করে বলেন, বৈদ্যুতিক খুঁটি যথাযথ গভীরতায় স্থাপন করা হয়নি বলেই এই ধরনের দুর্ঘটনাটি ঘটেছে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আহত ব্যক্তিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে এবং আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে ধারণা করা হচ্ছে।

জাফলং নিউজ/ডেস্ক/এস/সোহানা


আরও পড়ুন