শুক্রবার, ০৭ মার্চ ২০২৫, ০৪:১৬ অপরাহ্ন

কুলাউড়ায় গাঁজা উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :: / ২২০ শেয়ার
আপডেট : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২, ৯:৫১ পূর্বাহ্ন

মৌলভীবাজারের কুলাউড়ায়, কুলাউড়া থানা পুলিশের  অভিযানে গাঁজা উদ্ধারসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। 

আজ  (২৯ জানুয়ারী) ভোরে একটি বিশেষ অভিযান  কুলাউড়া থানার এসআই পরিমল চন্দ্র দাস, এএসআই আবু আহমেদ সুজন অধীনে পরিচালিত হয়। মাদক ব্যবসায়ীকে কুলাউড়া পৌরসভাধীন মধ্য জয়পাশা নিকট জনৈক ছত্তার মিয়া  কলোনীর সামনে পাকা রাস্তা  থেকে  শেখ সাজিদ (২৫)  কে গ্রেফতার করা হয়। তার  পিতার নাম শেখ রজমুল, বাড়ি মধ্য জয়পাশা।  তাখন  সাজিদের কাছ থেকে ৭০০ গ্রাম গাঁজা  উদ্ধার করে কুলাউড়া থানা পুলিশ।


কুলাউড়ার অতিরিক্ত পুলিশ সুপার, সাদেক কাউসার এবং অফিসার ইনচার্জ জনাব বিনয় ভূষন রায় এর সার্বিক দিক নির্দেশনায় অভিযানে নেতৃত্ব প্রদান করেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


কুলাউড়া থানা পুলিশ থেকে জানা যায়, কুলাউড়া থানাকে মাদকমুক্ত করার লক্ষে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

জাফলং নিউজ/ডেস্ক


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com