নতুন ফ্ল্যাটে উঠেছেন বরাবরের মতো আলোচিত নায়িকা পরীমনি। সোমবার নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পরীমনি।
পরীমনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে কিছু নতুন ছবি পোস্ট করেছেন। সেসব ছবিতে লাল জামার সঙ্গে মিলিয়ে লাল জুতায় দেখা যায় চিত্রনায়িকাকে। ঝুটি বাঁধা চুলে বেশ উচ্ছ্বসিত ছিলেন এ সময়।
ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে পরীমনি লিখেছেন জ্যামাইকান সংগীতশিল্পী ও গীতিকার বব মার্লের একটি উক্তি, যার বাংলা অনুবাদ হলো, ‘যে জীবন যাপন করছ, তা ভালোবাস, যেভাবে জীবন যাপন করতে ভালোবাস, সেভাবে বাঁচো।’
সম্প্রতি মাদক মামলায় ২৭ দিন কারাভোগ শেষে গত ১ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান জনপ্রিয় এই নায়িকা। ওইদিন বাসায় ফিরেই তিনি বাসা ছাড়ার কথা গণমাধ্যমকে জানিয়েছিলেন।
গত প্রায় এক দশক ধরে বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্রে অভিনয় করছেন পরীমনি। ২০২০ সালে ফোর্বস ম্যাগাজিনের করা এশিয়ার ১০০ ডিজিটাল তারকার তালিকায় ঠাঁই করে নিয়েছিলেন তিনি।