মৌলভীবাজার সদর উপজেলার আজমনি সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে গুলিবিদ্ধ হয়ে আব্দুল্লাহ নিহতের ঘটনায় স্ত্রী আমিনা বেগম(৩৩) বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
মৌলভীবাজার সদর মডেল থানার ওসি বদরুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টায় আব্দুল্লাহর স্ত্রী বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২২ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। পুলিশ আসামিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে।
মামলা সূত্রে জানা যায়, নির্বাচনী সহিংসতায় আব্দুল্লাহ(৪০) নিহতের ঘটনায় প্রধান আসামি করা হয় জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. ফয়সাল আহমদ। ২ নম্বর আসামি সদর যুবদলের সাধারণ সম্পাদক কামরুল আলম। এছাড়াও পর্যায়ক্রমে ইউনিয়ন বিএনপির সভাপতি জমির উদ্দিন, জামায়াত নেতা জাহাঙ্গীর আলম, ইব্রাহিম আলী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদ আলী, বিএনপি নেতা মোঃ শামসুল আলম, ছাত্রনেতা সিরাজুল ইসলাম ও আলি হোসেন মিরু সহ অজ্ঞাত ২২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে পুলিশের গুলিতে আব্দুল্লাহ নিহতের ঘটনার পর বিএনপি জামায়াত নেতাকর্মীদের আসামি করায় বিস্ময় প্রকাশ করে সদর উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ আয়াছ আহমদ বলেন, পুলিশ সরকারি দলের কর্মীদের মত আচরণ করছে। যার প্রমান আব্দুল্লাহ নিহতের পর তার স্ত্রীকে দিয়ে বিরোধী দলের কর্মীদের আসামী করে মামলা দেয়া। আমরা এর তীব্র নিন্দা এবং অনতিবিলম্বে এই মিথ্যা মামলা পরিহার করার দাবি জানাচ্ছি।