মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন

কুলাউড়ায় ভারতীয় বিড়িসহ চোরাকারবারি গ্রেপ্তার

জাফলং নিউজ ডেস্ক / ২৮০ শেয়ার
আপডেট : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২, ৩:৫৩ অপরাহ্ন

কুলাউড়ায় ভারতীয় বিড়িসহ চোরাকারবারি গ্রেপ্তার

কুলাউড়া(মৌলভীবাজার)প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের একটি বিশেষ অভিযানে ২১ হাজার পিস নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়িসহ ময়নুল ইসলাম (৩০) নামে এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে কুলাউড়া থানা পুলিশ। 

সোমবার (৪ জুলাই) রাতে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক এর সার্বিক দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশ কাউকাপন বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

থানা সূত্রে জানা যায়, কুলাউড়া থানার এসআই মো. শাহ আলমসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে হাজীপুর ইউনিয়নের কাউকাপন বাজারে বিশেষ অভিযান চালিয়ে শরীফপুর ইউপির নিশ্চিন্তপুর গ্রামের রজব আলীর ছেলে ময়নুলকে গ্রেপ্তার করা হয়। 

পরে তার হেফাজত থেকে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে আনয়নকৃত প্রায় ২০ হাজার টাকা মূল্যের ২১ হাজার পিস নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়ি, একটি মোবাইল ফোন ও চোরাইকাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল উদ্ধার করে জব্দ করা হয়। 

জাফলং নিউজ/ডেস্ক/শুভ


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com